No Internet Connection !

হবিগঞ্জ জেলা পরিচিতি

প্রশ্ন: হবিগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয় কবে? উ: ১৯৮৪ সালে।
প্রশ্ন: হবিগঞ্জ জেলার সীমানা কি? উ: হবিগঞ্জ জেলার সীমানা:

✅ উত্তরে: সুনামগঞ্জ জেলা

✅ দক্ষিণে: ব্রাহ্মণবাড়িয়া

✅ পূর্বে: মৌলভীবাজার

✅ পশ্চিমে: কিশোরগঞ্জ


প্রশ্ন: হবিগঞ্জ জেলার আয়তন কত? উ: ২৬৩৬.৫৮ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: হবিগঞ্জ জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি? উ: জাগ্রত হবিগঞ্জ।
প্রশ্ন: হবিগঞ্জ জেলার গ্রাম কতটি? উ: ২১৭৮টি।
প্রশ্ন: হবিগঞ্জ জেলার কতটি ইউনিয়ন রয়েছে? উ: ৭৭টি।
প্রশ্ন: হবিগঞ্জ জেলার উপজেলা/থানা কতটি ? উ: ৯টি।
প্রশ্ন: হবিগঞ্জ জেলার পৌরসভা কতটি? উ:৬টি। হবিগঞ্জ, মাধবপুর, নবীগঞ্জ, শায়েস্তাগঞ্জ, আজমিরিগঞ্জ ও চুনারুঘাট।
প্রশ্ন: হবিগঞ্জ জেলার নদ-নদী কি কি? উ: বরাক, কালনী, কুশিয়ারা, খোয়াই, গোপালী, রত্না, কারোঙ্গী ইত্যাদি।
প্রশ্ন: হবিগঞ্জ জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি? উ: বস্ত্র শিল্প, চা শিল্প, প্রাকৃতিক গ্যাস, খনিজ বালু ইত্যাদি।
প্রশ্ন: হবিগঞ্জ জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি? উ: উচাইলের রহস্যময় মসজিদ, রানীর দীঘি, বানিয়াচঙের আখড়া, চুনারুঘাটে চম্পাবতীর মাজার, চা বাগান।
প্রশ্ন: হবিগঞ্জ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা? উ: মেজর জেনারেল আব্দুর রব (সামরিক কর্মকর্তা), দেওয়ান ফরিদ গাজী (রাজনীতিবিদ, সাংবাদিক ও কবি), কালী প্রসন্ন (রাজনীতিবিদ), সৈয়দ সুলতান (কবি), সুবীর নন্দী (কণ্ঠশিল্পী), ফজলে হাসান আবেদ (সমাজসেবক), শাহ এ এস এস কিবরিয়া (রাজনীতিবিদ), সিরাজুল হোসেন খান।
তথ্যসূত্র: habiganj.gov.bd
top
Back
Home
Gsearch